ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ফার্মে আগুন লেগে মুরগি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
গাংনীতে ফার্মে আগুন লেগে মুরগি পুড়ে ছাই ফার্মে আগুন লেগে মুরগি পুড়ে ছাই

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফার্মে আগুন লেগে প্রায় সাড়ে ৮০০ ব্রয়লার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের রাজাপুর গ্রামের সাইফুল পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় ফার্মের পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন ছড়িয়ে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

ফার্মের মালিক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরে থাকা প্রায় সাড়ে ৮০০ মুরগি পুড়ে যায়। এছাড়া ঘরের পাশেই মুরগির খাবার রাখা ছিলো। সেগুলোও পুড়ে গেছে। এতে তার সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে তিনি এ ব্যবসা শুরু করেন। আগুনে পুড়ে যাওয়ায় এখন তার কাছে আর কিছুই রইল না।

এদিকে ফার্মের আগুন পার্শ্ববর্তী ফজলুর রহমানের বাড়িতে ছড়িয়ে বিভিন্ন সবজি, সবজির বীজ ও ধান-চাল পুড়ে যায়।

মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।