ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ভারতীয় থ্রি পিস-থান কাপড়সহ মাইক্রোবাস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
সাতক্ষীরায় ভারতীয় থ্রি পিস-থান কাপড়সহ মাইক্রোবাস জব্দ অবৈধভাবে ভারতীয় ত্রি-পিস ও থান কাপড় বহনকারী মাইক্রোবাস

সাতক্ষীরা: সাতক্ষীরায় ১৮ গাইড ভারতীয় থ্রি পিস ও থান কাপড়সহ একটি মাইক্রোবাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে শহরের সুলতানপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জেলার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ত্রি-পিস ও থান কাপড় একটি সাদা রংয়ের মারইক্রোবাসে ভর্তি করা হয়।

মাইক্রোবাসটি ভোর সাড়ে ৪টার দিকে কুলিয়া পার হওয়ার পর বাঁকাল চেকপোস্টের হাবিলদার আইয়ুব আলীর নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা ধাওয়া করে।

পরে ভোর ৬টার দিকে গাড়িটি সুলতানপুর ক্লাবের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা ওই গাড়ি থেকে ১৮ গাইড থ্রি পিস ও বিপুল পরিমাণ থান কাপড় জব্দ করে। তবে মাইক্রোবাসটির চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের গণসংযোগ কর্মকর্তা সুবেদার সামছুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া মাইক্রোবাসসহ থ্রি পিস-থান কাপড় ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে আসা হয়েছে।  

জব্দ হওয়া মালামালের পরিমাণ ও বাজার মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।