ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ৭ দিনব্যাপী যুব গেমসের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ভোলায় ৭ দিনব্যাপী যুব গেমসের উদ্বোধন যুব গেমসের উদ্বোধন

ভোলা: ভোলায় সাত দিনব্যাপী বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের গজনবী স্টেডিয়ামে এ গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাবাডি খেলার মাধ্যমে এ গেমসের শুরু হয়।

এতে ভোলা সদর উপজেলা দল তজুমদ্দিনকে ৩৮-২২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে। গেমসে জেলার সাত উপজেলা অংশ নেবে।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ-সভাপতি সফিকুল ইসলাম, মো. ফয়সল, অতিরিক্ত সম্পাদক রবিন চৌধুরী,  কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সদস্য  মসরিন আক্তার,  শারমিন আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।