ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জমির দলিল হাতে পেয়ে প্রধানমন্ত্রীকে মিরাজের কৃতজ্ঞতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
জমির দলিল হাতে পেয়ে প্রধানমন্ত্রীকে মিরাজের কৃতজ্ঞতা মিরাজ ও তার পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর করছেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া। ছবি: মানজারুল ইসলাম/ বাংলানিউজ

খুলনা: জমির দলিল হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া ক্রিকেটার মিরাজের হাতে জমির দলিলটি হস্তান্তর করেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান,  খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনার জেলা প্রশাসক আমিন উল আহসানসহ কেডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

কেডিএ সূত্রে জানা গেছে, মিরাজকে মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার এন ৪৪ নম্বরের প্লটে ৩.৬ কাঠা জমির দলিল  দেওয়া হয়েছে। এ প্লটের বাজারমূল্য ৫৭ লাখ টাকা। মিরাজের পরিবারের কাছ থেকে এক হাজার এক টাকা প্রতীকী মূল্য নিয়ে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে আলোচনায় আসা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে গত বছরের ৩০ অক্টোবর বাড়ি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলিল হাতে পেয়ে মিরাজ বাংলানিউজকে বলেন, ‘জমির দলিল পেলাম। বাড়ির কাজ খুব শিগগিরই শুরু হবে। প্রধানমন্ত্রী বাড়ি করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করেছেন। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে জমি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিরাজের বাবা জালাল হোসেন বলেন,  ‘এ উপহার পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিকদেরও ধন্যবাদ জানাচ্ছি, যাদের লেখার কারণে আমাদের পরিবারের অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন প্রধানমন্ত্রী।   জমি পাওয়ার পেছনে মিরাজের মামা খুলনা জেলা প্রশাসনের সাবেক এনডিসি আতিকুল ইসলাম, যিনি বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ঢাকার ধানমণ্ডিতে কর্মরত, অনেক দৌড়াদৌড়ি করেছেন। তার কাছেও আমরা অনেক ঋণী’।

স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, কেডিএ’র চেয়ারম্যানসহ যারা এ জমি পাওয়ার পেছনে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানান মিরাজের বাবা।

খুলনার খালিশপুরের হাউজিং স্টেটের বিআইডিসি রোডের নর্থ জোন বি ব্লকের ৭নং প্লটের ভাড়ার টিনের ছাউনি ঘেরা বাঁশের বেড়ার ঘরে বেড়ে ওঠেন ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত তারকা মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ সময়:  ১৪৪৮ ঘণ্টা,  ডিসেম্বর ১৮, ২০১৭
এমআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।