ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে গাছচাপায় কাঠ ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
শিবগঞ্জে গাছচাপায় কাঠ ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পুষ্কনি নামক স্থানে গাছচাপায় ফিরোজ আলী (৫৭) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মহল্লায়।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দুপুরে পুষ্কুনি নামক স্থানে ফিরোজ তার কেনা গাছ কেটে ট্রলিতে উঠিয়ে বাঁধছিলেন। এসময় দড়ি ছিঁড়ে গাছের বড় কাণ্ড ফিরোজের ওপর পড়লে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই আব্দুর রাজ্জাক আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।