ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘মাদক মানে মরণ বিষ, তবে কেন মাদক নিস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
‘মাদক মানে মরণ বিষ, তবে কেন মাদক নিস’ কুড়িগ্রামে মাদকবিরোধী পথসভা ও শোভাযাত্রা

কুড়িগ্রাম: ‘মাদক মানে মরণ বিষ, তবে কেন মাদক নিস’ স্লোগানে নাগেশ্বরী উপজেলায় মাদক বিরোধী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন রামখানা বাজারে মাদকমুক্ত সমাজ নামে একটি স্থানীয় সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে নাগেশ্বরী উপজেলা প্রশাসন।

রামখানা বাজারে রং বেরং এর ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে ঐ এলাকার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক মানুষ স্বতঃর্স্ফূতভাবে অংশগ্রহণ নেয়।

শোভাযাত্রা শেষে রামখানা বাজার চৌরাস্তায় রামখানা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- সাবেক জেলা পরিষদ প্রশাসক মেজর জেনারেল (অব.) আমসা আমীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, মাদকমুক্ত সমাজ এর আহ্বায়ক রবিউল ইসলাম খান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রভাষক আ.ম.প আনিছুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, রিয়াজুল ইসলাম, শহিদুল ইসলাম, আশার আলো পাঠশালার পরিচালক বিশ্বজিৎ বর্মন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এফইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।