ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়ের গানে মেতেছে রবীন্দ্র সরোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
বিজয়ের গানে মেতেছে রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান; ছবি- বাদল

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের তিনদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র সরোবরে আয়োজিত হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে  আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক, গান, নৃত্য ও কবিতা পাঠ করেন দেশবরেণ্য শিল্পীরা।

অনুষ্ঠানের সূচনা ঘটে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। এর পরে ১৯৭১ সালের সকল শহীদ ও জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই অংশের পর শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। একে একে শিল্পীরা নৃত্য, গান ও কবিতা পাঠ করতে শুরু করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দর্শকসারির মধ্য থেকে প্রায়ই গর্জে উঠে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে বিদেশ যাওয়ায় আসতে পারেননি।

এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমএসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।