ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে মাদকদ্রব্যসহ নারী বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
সাভারে মাদকদ্রব্যসহ নারী বিক্রেতা আটক

সাভার (ঢাকা): সাভারের অভিযান চালিয়ে ৫শ’ পিচ ইয়াবা, ১০ বোতল ফেনসিডিলসহ শাহনাজ (৫০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ৯ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দেওগাঁও পশ্চিম পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কমান্ডার মেজর আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই নারী মাকদ বিক্রেতাকে আটক করা হয়।

এসময় বাড়ির ভেতরে তল্লাশি করে ৫০০ পিচ ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।  

আটক ওই নারীর স্বামী মো. দুলালও একজন মাদক বিক্রেতা। ঘটনার সময় সে পলাতক ছিলো। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে বলে জানান মেজর আব্দুল হাকিম।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।