ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ফেনসিডিলসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
বরিশালে ফেনসিডিলসহ নারী আটক

বরিশাল: বরিশালে সাড়ে ৫০০ বোতল ফেনসিডিলসহ জাকিয়া বেগম (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে নগরের কাশিপুর চৌহতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জাকিয়া বেগম কাশিপুর চৌহতপুর এলাকার বাবুর স্ত্রী।

সহকারী পুলিশ পুলিশ কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুরের চৌহতপুরে মিয়াজি বাড়ি মসজিদ সংলগ্ন মুজাম্মেলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের ঘর তল্লাশি করে সাড়ে  ৫০০ বোতল ফেনসিডিলসহ জাকিয়া বেগমকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।