ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা শিশু ফাউন্ডেশন নির্বাচনে চলছে ভোটগ্রহণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
খুলনা শিশু ফাউন্ডেশন নির্বাচনে চলছে ভোটগ্রহণ লাইনে দাঁড়িয়ে আছেন ভোটারা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাহী কাউন্সিলের সদস্যদের ত্রি-বার্ষিক নির্বাচন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম ভবনে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম বাংলানিউজকে বলেন, সকাল ৯টায় উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৭১৩ জন, এবার ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১৪৫ জন।
খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোটারা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমনির্বাচন কমিশন সূত্রে জানা যায়, খুলনা শিশু ফাউন্ডেশনের নির্বাহী কাউন্সিলের ২০টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে উন্নয়ন ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পরিষদের ব্যানারে খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান ও শিশু স্বাস্থ্য সেবা পরিষদের ব্যানারে সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম লড়ছেন।

মিজানুর রহমান মিজানের নেতৃত্বাধীন প্যানেলে সদস্য প্রার্থীরা হলেন- এমডি এ বাবুল রানা, চৌধুরী মো. রায়হান ফরিদ, অ্যাডভোকেট রজব আলী সরদার, শেখ মামুন আল হাসান নাজু, মফিজুল ইসলাম টুটুল, মনিরুল ইসলাম মাসুম, ডা. মো. বজলুল হক, হালিমা ইসলাম, মো. মুনীর আহমেদ, মুর্শিদা আক্তার রনি, ডা. একেএম কামরুল ইসলাম, মো. আলী আকবর টিপু, ডা. মো. মাহমুদ হাসান, ফেরদৌস আলম চাঁন ফরাজী, মোস্তফা কামাল খোকন, জোবায়ের আহমেদ খান জবা, আল জামাল ভূঁইয়া, সৈয়দ হাফিজুর রহমান ও খান সাইফুল ইসলাম।
খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোটারা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাইফুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেলের সদস্য প্রার্থীরা হলেন- অধ্যাপক শহিদুল হক মিন্টু, মো. জামাল হোসেন বাচ্চু, মো. রফিকুর রহমান রিপন, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, অ্যাডভোকেট সিকদার হাবিবুর রহমান, শাহ মো. জাকিউর রহমান, একেএম শাহজাহান কচি, জিএম রেজাউল ইসলাম, মো. তাহিদুল ইসলাম ঝান্টু, মিনা আজিজুর রহমান, মো. ফারুক আহমেদ, অচিন্ত কুমার ঘরামি, কেএম ইকবাল হোসেন, হুমায়ুন রেজা খান মিঠু, মো. ইউসুফ আলী, শফিকুল আলম তুহিন, খোকন রায়, এম এম মেহেদী বিল্লাহ ও মো. আব্দুল গফ্ফার।

নির্বাচনের সদস্য প্রার্থী কেএম ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, ভোটাররা ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। তাদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।