ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে ইয়াবাসহ মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
শ্রীনগরে ইয়াবাসহ মা-ছেলে আটক আটক মা-ছেলে

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ২৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার ৭৭০ টাকাসহ মা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার হাসাড়া মুন্সী দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১।

তারা হলেন- হাসাড়া মুন্সী দিঘিরপাড় এলাকার শিল্পী বেগম (৫৫) ও তার ছেলে মো. বিপ্লব (২৪)।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, মা-ছেলের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।