ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে আহত ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
চকরিয়ায় দুই বাসের সংঘর্ষে আহত ১৩ দুর্ঘটনা কবলিত বাস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের নামপরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ের মালুমঘাট দরগাহ গেইট এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে যাত্রীবাহী ইউনিক সার্ভিসের সঙ্গে অপর একটি পরিবহনের সংঘর্ষ হয়।

এতে এক নারীসহ ১৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাপসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আবদুল মাজেদ বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছেন। আহতদের নামপরিচয় জানান চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।