ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

এমপি’র মেয়েকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমপি’র মেয়েকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১ সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়াল

বাগেরহাট: সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে ছুরিকাঘাতের ঘটনায় আল মামুন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মামুন শহরের গোবরদিয়া এলাকার মজিবরের ছেলে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে গোবরদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।  

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বাংলানিউজকে জানান, সন্দেহভাজন হিসেবে মামুনকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১৬ ডিসেম্বর মায়ের সঙ্গে শহরের শালতলা এলাকার আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি সমাবেশে যোগ দেন অদিতি।  সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে  বাসায় ফেরার জন্য ব্যক্তিগত গাড়িতে ওঠার সময় অজ্ঞাতপরিচয় এক যুবক অদিতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় রোববার (১৭ ডিসেম্বর) রাতে এমপি হ্যাপী বড়াল বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

অদিতি ঢাকায় অবস্থিত লন্ডন কলেজ অব স্ট্যাডিজ নামে একটি প্রতিষ্ঠান থেকে আইনে  স্নাতকোত্তর করছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।