ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩ ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ আটক ৩

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও অন্যান্য অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর একটি দল। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাবনা র‌্যাব-১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হয়।

এর আগে সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ইস্তা ভেলুপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পাবনা র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে চান্নার মোড়ে অভিযান চালিয়ে প্রথমে আরিফ (৩০) নামে চিহ্নিত এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে ইস্তা গ্রামের আলমগীর হোসেনের ছেলে সানোয়ার হোসেন (২৬) এবং শহরের আলহাজ্ব মোড় থেকে সাহাপুর গ্রামের নায়েব আলীর ছেলে হারুনর রশিদকে (৩০) আটক করা হয়।  

এসময় সানোয়ারের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন এবং হারুনর রশিদের কাছ থেকে দু’টি পাইপগান, ৩৪টি কার্তুজ, নয় রাউন্ড গুলি, ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।