ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে ট্রাকভর্তি ফেনসিডিলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আশাশুনিতে ট্রাকভর্তি ফেনসিডিলসহ আটক ৩ জব্দ করা ট্রাক

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ট্রাকভর্তি ৭৮৭ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কালিগঞ্জ থানা পুলিশ একটি ট্রাককে ধাওয়া করে।

একপর্যায়ে ট্রাকটি আশাশুনি উপজেলার শোদকোনা গ্রামের আসাফুর নামে এক ব্যক্তির বাড়ির বারান্দায় আঘাত করে থামে।  এ সময় আশাশুনি থানা পুলিশের সহায়তায় ট্রাকটিতে তল্লাশি করে ৭৮৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় ট্রাকে থাকা ঢাকার বংশালের মানিক (২৭), ঢাকার লালবাগের আলাউদ্দিন (২৪) ও চালক বরগুনা জেলার মিজানুর রহমান মিজানকে (৩২) আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।