ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

১০০ রেলস্টেশনে বসবে আধুনিক যন্ত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
১০০ রেলস্টেশনে বসবে আধুনিক যন্ত্র

ঢাকা: ১০০টি রেলস্টেশনে যাত্রীদের প্রবেশ ও বহিরাগমন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্র বসানোর পরিকল্পনা করছে রেলপথ মন্ত্রণালয়। ট্রেনের বিনা টিকিটের যাত্রীদের প্রতিরোধ এবং প্রবেশ ও বহিরাগমন গেটগুলোতে টিকেট চেকিংয়ের লক্ষ্যে পয়েন্ট অব সেল মেশিনও কিনবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে সংসদ ভবনের কমিটি কক্ষে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়টির কর্মকর্তারা।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য রেলপথমন্ত্রী মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও ইয়াসিন আলী অংশ নেন।


 
বৈঠকে রেলওয়ের ৭০টি লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার সর্বশেষ অবস্থা, বিভিন্ন বিভাগের (প্রকৌশল, মেকানিক্যাল, ট্রাফিক ইত্যাদি) গত তিন বছরের ক্রয় পরিকল্পনা ও প্রকৃত ক্রয়ের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন, চট্টগ্রামে নতুন কন্টেইনার ইয়ার্ড এবং ঢাকার আইসিডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটিকে অবহিত করে মন্ত্রণালয় জানায়, ১০০টি স্টেশনের আধুনিকায়নসহ যাত্রীদের প্রবেশ ও বহিরাগতদের নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যাত্রীরা পাঞ্চিং মেশিনের মাধ্যমে স্টেশনে প্রবেশ ও বের হতে পারবেন।

রেলস্টেশনের প্লাটফর্মে যাত্রীসেবার বাইরে অন্য কোনো কাজে মাইকিং না করার ব্যবস্থা নিতে সুপারিশ করা হয় বৈঠকে।

দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষায় যে দুই শিশু অকুতোভয় সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদেরকে পুরস্কৃত করার বিষয়েও কমিটিকে অবহিত করে মন্ত্রণালয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।