ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নান্দাইলে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
নান্দাইলে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলের কানারামপুর এলাকায় বেইলি ব্রিজ ভেঙে কয়লাবাহী একটি ট্রাক নদীতে পড়ে গেছে। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বাংলানিউজকে জানান, একটি ট্রাক ত্রিশালের ইটের ভাটার জন্য কয়লা নিয়ে যাচ্ছিলো।

এ সময় ওই ব্রিজ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

ঘটনার পর স্থানীয় দমকল বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় স্থানীয় বেতাগৈর ইউনিয়নের বাসিন্দারা দুর্ভোগের মুখে পড়েছেন। ধারণা করা হচ্ছে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন।  

ওসি আরো জানান, ট্রাকে থাকা কেউ নদীতে ডুবে গেছেন কিনা বিষয়টি পরিষ্কার করতে ডুবুরি আনা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।