ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
শীতলক্ষ্যায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই যুবকের পড়নে কোনো কাপড় ছিলো না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরঞ্জের শিমরাইলে বন্ধ হওয়া তাজজুট মিলস এলাকা থেকে নৌ পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করে।  

এরআগে দুপুরের দিকে এলাকাবাসী মরদেহটি ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে খবর দেয়।

কিন্তু নদীতে নৌ পুলিশের দায়িত্ব হওয়ায় নৌ পুলিশকে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টায় নৌ পুলিশ সদস্যরা ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নেওয়াজউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহটি দেখে কয়েকদিন আগের বলে মনে হয়েছে।  

এছাড়া মরদেহ পচে যাওয়ায় শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না তা বোঝা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া পর বিষয়টি জানা যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০‌১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।