ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
রূপগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে সুলতানা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।   

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইউএনও আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম এ বাল্যবিয়ে বন্ধ করেন।

সুলতানা উপজেলার উত্তরপাড়া এলাকার সাদেক মিয়ার মেয়ে এবং রূপগঞ্জ ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

 

ইউএনও আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে দেয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। বরপক্ষ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি বিয়েটি বন্ধ করে দেন। এসময় ওই ছাত্রীকে তার পরিবার ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।