ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় অস্ত্রসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
উল্লাপাড়ায় অস্ত্রসহ যুবক আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশি পিস্তল ও দেশীয় শাটার গানসহ শামীম আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বেতকান্দি ফাজিল মাদ্রাসার সামনে তাকে আটক করা হয়। শামীম উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকশা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বেতকান্দি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশীয় শাটার গানসহ শামীমকে আটক করা হয়।

তিনি আরও জানান, শামীমের বড় ভাই সিরাজুল দীর্ঘদিন ধরে উল্লাপাড়াসহ আশপাশের উপজেলাগুলোতে ডাকাতি ও ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন। বর্তমানে তিনি ডাকাতির মামলায় জেল হাজতে রয়েছেন। তারই ব্যবহৃত অবৈধ অস্ত্র নিয়ে শামীম প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।