ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আরজ আলী মাতুব্বর স্মৃতি জাদুঘর নির্মাণকাজের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরজ আলী মাতুব্বর স্মৃতি জাদুঘর নির্মাণকাজের উদ্বোধন নির্মাণকাজের উদ্বোধন-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশালে দার্শনিক আরজ আলী মাতুব্বর স্মৃতি জাদুঘরের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মধ্য লামচরিস্থ আরজ আলী মাতুব্বরের গ্রামের বাড়িতে এ জাদুঘর নির্মাণ করা হবে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ নির্মাণকাজের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহনাজ পারভীন, অপু সরোয়ার, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ, লেখক আইয়ুব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।