ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে পৌষমেলা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে পৌষমেলা বাংলা একাডেমির পৌষমেলায় পিঠা/ফাইল ফটো

ঢাকা: প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী পৌষমেলার আয়োজন করা হয়েছে। ডিসেম্বরের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলবে এ মেলা। 

পৌষমেলা উপলক্ষে বাংলা একাডেমির প্রাঙ্গণে থাকবে রকমারি পিঠা ও দেশীয় কারুপণ্যের ৫০-৬০টি স্টল। এছাড়াও বাংলা একাডেমির নজরুল মঞ্চে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

মেলার প্রথমদিন শুক্রবার সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন, হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ-এর জনসংযোগ বিভাগের পরিচালক কাজী মনসুরুল হক, সহ-সভাপতি ঝুনা চৌধুরী।  

উৎসবের ঘোষণা পাঠ করবেন পৌষমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এবং সভাপতিত্ব করবেন গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মানজার চৌধুরী সুইট।

এ উৎসবের পৃষ্ঠপোষকতায়- হামদর্দ ল্যাবরেটোরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ এবং সহযোগিতায় রয়েছে বাংলা একাডেমি।

অনুষ্ঠানের সময়সূচি:
শুক্রবার (২২ ডিসেম্বর)- সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা।
শনিবার (২৩ ডিসেম্বর)- সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা।
রবিবার (২৪ ডিসেম্বর)- বিকেল ৪টা থেকে ৯টা।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।