ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষেতলালে কৃষক হত্যা মামালায় গ্রেফতার ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ক্ষেতলালে কৃষক হত্যা মামালায় গ্রেফতার ১ 

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদ (৪০) হত্যা মামলায় ইউসুফ আলী (৬৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারের কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তালশন গ্রামে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কাওসার আলী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৯ ডিসেম্বর সকালে প্রতিপক্ষের কোদালের কোপে নিহত হন কৃষক আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার চাচা আব্দুল হামিদ গুরুতর আহত অবস্থায় এখনো বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরের দিন নিহতের ছোট ভাই আশেক আলী বাদী হয়ে তালশন গ্রামের ইউপি সদস্য গোলাম মোস্তফা, জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের কুতুব উদ্দীনের ছেলে আব্দুল আলীম, ইউসুফ আলী এবং তার তিন ছেলে ইয়াকুব আলী, তোজাম হোসেন ও তোয়াব হোসেনকে আসামি করে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।