ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
লালপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

নাটোর: নাটোরের লালপুর উপজেলার মাধবপুর মোড়ে গরু বোঝাই ভটভটি উল্টে হযরত আলী মণ্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালপুর-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা কমর আলী (৬০), আরেজ মণ্ডলের ছেলে লিটন মণ্ডল (৪৫), হরিনা গ্রামের বাসিন্দা পারুল (৫০), আবু বক্করের ছেলে ভটভটি চালক বিপুল (৩৫) ও চারঘাট উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা দুলাল (৫০)। তারা সবাই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

আহতদের মধ্যে বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, রাতে তারা পাবনার ঈশ্বরদী অরনকোলা গরুর হাট থেকে গরু বোঝাই ভটভটি নিয়ে রাজশাহীর বাঘা এলাকায় যাচ্ছিলেন। পথে মাধবপুর মোড়ে এলে গাড়িটি উল্টে যায়। এতে ভটভটি চালকসহ ছয়জন আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন এবং ভটভটি চালক বিপুলের অবস্থার অবনতি হলে তাকে রামেকে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।