ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু বিশ শতকের শ্রেষ্ঠ নেতা: তুর্কি প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বঙ্গবন্ধু বিশ শতকের শ্রেষ্ঠ নেতা: তুর্কি প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন তুর্কি প্রধানমন্ত্রী

ঢাকা: ৪০ বছর পেরিয়ে গেলেও এখনও বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে পরিগণিত হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে পরিদর্শন বইয়ে এ কথা লেখেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

তিনি বঙ্গবন্ধুকে বিশ শতকের মহান ও শ্রেষ্ঠ নেতা বলে ভূষিত করেন।



বিনালি ইলদিরিম তিন দিনের সফরে সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকায় এসেছেন।  

জাদুঘরে তুর্কি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর প্রধানমন্ত্রী ইলদিরিম বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন। তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্নগুলো পরিদর্শন করেন। ১৫ আগস্টে শহীদদের শ্রদ্ধা জানান।

...তিনি  লেখেন, ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে  মহান এ নেতাকে স্মরণ করতে পেরে সম্মানিত বোধ করছি। এদেশে তুর্কি ও মুস্তাফা কামাল আতাতুর্কের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আপ্লুত হয়েছি। ’ প্রধানমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা একই সম্মানবোধ পোষণ করি। ’

‘মৃত্যুর ৪০ বছর পরও বঙ্গবন্ধু আমাদের স্মৃতিতে জাগরূক। তিনি বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে সম্মানের আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। ’

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন তুর্কি প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।