ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
মানিকগঞ্জে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, ডা. সালমুন নাহার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা মো. আব্দুর রশিদসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

২৩ ডিসেম্বর মানিকগঞ্জের সাতটি উপজেলার সর্বমোট এক হাজার ছয়শ'৯৩টি টিকাদান কেন্দ্রে একযোগে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। মানিকগঞ্জে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২১০৬০ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৫৮৯৬১ জন।

উল্লেখিত বয়সের শিশুদের কাছের টিকাদান কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে এ মতবিনিময় সভার মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।