ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, ২০ কেজি গাঁজা ও আট বোতল ফেনিসিডিলসহ দুই জনকে অাটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে তাদের অাটক করা হয়।

অাটক মাদক ব্যবসায়ীরা হলেন- আমির আলী (২৭), কাকলী বেগম (৩৮)।

তাদের বিরুদ্ধে সরাইল ও ব্রাহ্মণবাড়িয় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আমির আলীর বাড়িতে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ আমিরকে আটক করা হয়। আটককালে নকল ইয়াবা তৈরির পাউডার, রং ও অন্যান্য সরঞ্জাম এবং একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

অপরদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ডেমু ট্রেনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা এবং শহরের পুনিয়াউট এলাকা থেকে আট বোতল ফেনসিডিলসহ কাকলী বেগম (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।