ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বড়দিন উদযাপনে আরএমপির মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বড়দিন উদযাপনে আরএমপির মতবিনিময় মতবিনিময় সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: বড়দিন উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন চার্চ ও গির্জা থেকে আগত ধর্মযাজকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়।

আরএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সভাপতিত্ব সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ধর্মযাজকরা বিভিন্ন বিষয়ে পুলিশকে পরামর্শ দেন।

এসময় আরএমপি কমিশনার তাদের কথা শোনার পর সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। ধর্মীয় এ উৎসব নির্বিঘ্ন করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

মতবিনিময় সভায় আরএমপির অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, উপ-কমিশনার (পূর্ব) একেএম নাহিদুল ইসলাম, নগর পুলিশ স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) উপ কমিশনার আবদুল্লাহ আল মামুন, উপ কমিশনার (পিওএম) হেমায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলমসহ বিভিন্ন জোন ও থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।