ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় মা ও ২ সন্তানের মৃত্যুর ঘটনায় ৩ নারী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বড়লেখায় মা ও ২ সন্তানের মৃত্যুর ঘটনায় ৩ নারী কারাগারে

মৌলভীবাজার: বড়লেখায় মা ও ২ সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক ৩ নারীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনার ৩দিন পর থানায় মামলা দায়ের করা হলে তাদের সেই মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এরা হলেন-নাসিমা আক্তার (২৫), আলিফজান বেগম (৪২) ও মনোয়ারা বেগম (৫২)।

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ৭ জনের নাম উল্লেখ করে ও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় বড়লেখা থানায় মামলা দায়ের করেন নিহত মাজেদা বেগমের চাচাতো ভাই ইমরান আহমদ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনার দিন রাতেই সন্দেহভাজন ওই ৩ নারীকে আটক করা হয়। পরে থানায় মামলা দায়ের করা হলে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

তিনি আরো জানান, পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেইভাবে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  রাতে উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলাকান্দি গ্রামে কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), মেয়ে লাবনী বেগম (৭) ও ছেলে ফারুক আহমদের (৪) ঝুলন্ত মরদেহ তাদের বসতঘর থেকে উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।