ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে পিস্তল ও গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
নালিতাবাড়ীতে পিস্তল ও গুলিসহ আটক ২

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বারোয়ামারী আন্ধারুপাড়া সীমান্ত সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার তাড়ানি গ্রামের রিপন চাকমার ছেলে ইলেকশন দারু (৫২) ও কাকরকান্দি বেনুপাড়া গ্রামের বংকীম রাকসামের ছেলে তুহিন রাকমাস (৫৫)।

 

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছান মোস্তফা স্বপন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারুপাড়া সীমান্ত সড়কে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।  

এ ঘটনায় নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।