ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
কালিহাতীতে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও তিনজন।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে এলেঙ্গা-ভূঞাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বড় বিন্যাফৈর গ্রামের সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) ও মৃত তোরাপ আলীর স্ত্রী তারাবানু (৬০)।

আহতরা হলেন- নিহত রনি বেগমের স্বামী সোহেল রানা, ছেলে অন্তর ও অটোরিকশা চালক আবুল কাশেম।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে বড় বিন্যাফৈর গ্রাম থেকে অটোরিকশায় করে ভূঞাপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। পথে যদুরপাড়া মোড়ে এলে বিপরীত থেকে আসা টাঙ্গাইলগামী একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত হন অটোরিকশা চালকসহ আরও তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।