ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিএফইউজে নির্বাচন ৭ এপ্রিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বিএফইউজে নির্বাচন ৭ এপ্রিল বিএফইউজে'র নির্বাহী পরিষদের সভা-ছবি-বাংলানিউজ

যশোর: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। শুক্রবার (২২ ডিসেম্বর) মহাকবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুসূদন দত্ত অডিটোরিয়ামে বিএফইউজে'র নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার শুরুতে বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের প্রস্তাবে সমর্থন দিয়ে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব এবং ১মিনিট নীরবতা পালন করা হয়।

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত সভায় বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, মোজাম্মেল হক হাওলাদার, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, সহ-সভাপতি শহিদ-উল আলম, মনোতোষ বসু, প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক মিলন রহমান, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জেএম রউবসহ, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী ও কুষ্টিয়ার সাংবাদিকরা।

 

বিএফইউজে সদস্য প্রণব দাস বাংলানিউজকে জানান, নির্বাহী কমিটির সভায় আগামী ৭ এপ্রিল বিএফইউজে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। তবে ভোটের আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। এছাড়া সম্প্রতি বিএফইউজে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে তাদের ব্যাপারে নিন্দা গৃহীত হয়। যারা এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে কমিটি গঠন করা হয়।

রাতে সাংবাদিক নেতারা সাগরদাঁড়ি থেকে যশোর ফেরার পথে কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিএফইউজে নেতারা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন-কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাবেক সভাপতি আজিজুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।  

সকালে সাংবাদিক নেতারা যশোর থেকে সাগরদাঁড়ি যাওয়ার পথে মণিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন-মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজান হোসেন লাভলু, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
ইউজে/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।