ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
বরিশালে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

বরিশাল: বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বাবুগঞ্জ উপজেলা সহকারী কৃষি সম্প্রারণ কর্মকর্তা আব্দুল মান্নান হাওলাদার (৫৯) মারা গেছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঅ্যান্ডবি রোডের ফরাজী ওয়ার্কশপ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান বরিশাল নগরের কালুশাহ সড়কের সালেহা মঞ্জিলের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, সিঅ্যান্ডবি রোড সংলগ্ন কাজী পাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে চৌমাথার দিকে আসছিলো আব্দুল মান্নান হাওলাদার। ফরাজী ওয়ার্কশপ এলাকা পার হতেই তাকে বহনকারী অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।

পরে অটোরিকশার চালক ও যাত্রী আব্দুল মন্নান হাওলাদারকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল।

বাংলাদশে সময়: ০০০৬ ঘণ্টা, ডিসেম্বের ২২, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।