ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদল সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
শ্যামনগরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদল সদস্য গ্রেফতার গ্রেফতার আন্তঃজেলা ডাকাতদল সদস্য আমিরুল সরদার

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পিস্তল ও গুলিসহ আমিরুল সরদার (৩৫) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার চকবারা বাজার থেকে পার্শ্বেমারি গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্য আমিরুল সরদারকে আটক করে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়।

 

পরে পুলিশ গিয়ে তাকে আটক করে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।  

এ ঘটনায় শ্যামনগর থানার ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১১।  

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।