ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে নগর সমন্বয় কমিটির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
নীলফামারীতে নগর সমন্বয় কমিটির সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (ইউজি এসপি-৩) নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নীলফামারী পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নীলফামারী পৌরসভার আয়োজনে পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউজি এসপি-৩ প্রকল্পের বগুড়া অঞ্চলের নগর পরিকল্পনাবিদ মো. নুরন্নবী, পৌরসভার সচিব মশিউর রহমান, প্রকৌশলী তারিক রেজা, প্যানেল মেয়র ঈসা আলী, পৌর কউন্সিলর ও ওই কমিটির সদস্যরা।

সভায় পৌরসভার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সম্প্রতি পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম কিবরিয়ার অকাল মৃত্যুতে শোক প্রস্তবসহ তার স্মৃতিচারণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।