ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
কুষ্টিয়ায় সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জেলা তথ্য অফিসের বিশেষ প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী, অর্থ সম্পাদক সোহেল রানা, সদস্য ফিরোজ আহাম্মেদ, আহসান হাবীব উজ্জ্বল, মজিদ জোয়ার্দ্দার, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান জিহাদ প্রমুখ।

এতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।