ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে দুইটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ধামইরহাটে দুইটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে চকচন্ডি ও সুন্দরা গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি এ বিদুৎতায়নের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান  ও আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক মিজানুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার মহির উদ্দিন প্রমুখ।

উপজেলার সুন্দরা গ্রামের ৯৩টি পরিবারে ও চকচন্ডি গ্রামের ২০৩টি পরিবারের প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এনটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।