ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুর রহিম উপজেলার দাসপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রহিম মোটরসাইকেলে করে রামগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি মাঝিরগাঁও এলাকায় এলে দ্রুতগামী একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ট্রলিসহ পালিয়ে যাওয়ার আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।