ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে চার দিনব্যাপী আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মোশফেকুর রহমান চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরওয়ার, সাংবাদিক ও অভিভাবকরা।

চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় তিনটি হাউসের মোট ১০০ জন অংশ নেন। দুটি দলে মোট ২৯টি ইভেন্টে তারামন হাউসকে হারিয়ে সিতারা হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।