ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদেশিরা বাংলাদেশকে মডেল দেশ হিসেবে মর্যাদা দিচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বিদেশিরা বাংলাদেশকে মডেল দেশ হিসেবে মর্যাদা দিচ্ছে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিদেশিরা এখন বাংলাদেশকে মডেল দেশ হিসেবে মর্যাদা দিচ্ছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির সদর উপজেলা মিলনায়তনে ‘ল্যাপটপ বিতরণ-২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে কারিগরি শিক্ষায় উন্নতি, বেকার সমস্যা সমাধান এবং গ্রামীণ উন্নয়নকে তরান্বিত করতে গ্রাম পর্যায়ে ল্যাপটপ দিচ্ছে।

২০১০ সালে এই সরকার শিক্ষানীতি প্রনয়ণের পর মাদরাসার কিছু ব্যক্তি আন্দোলন শুরু করেন। তাদের ধারণা ভুল প্রমাণিত হয়ে আজ মাদরাসার শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাহার মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।