ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বাগেরহাটে হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সোনিয়া আক্তার (২৬) নামে এক হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোনিয়া বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের মৃত ফজলু শেখের সন্তান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বাংলানিউজকে জানান, সোনিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।