ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘মুক্তিপণ’ দিয়ে ছাড়া পেলেন অপহৃত দুই যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
‘মুক্তিপণ’ দিয়ে ছাড়া পেলেন অপহৃত দুই যুবক অপহরণের শিকার ছৈয়দ ও আমান। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: মুক্তিপণ দিয়ে অপহরণের দুইদিন পর ছাড়া পেলেন পর্যটন নগরী কক্সবাজার সদরের ঈদগাঁও এলাকায় অপহৃত দুই যুবক। রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। 

তারা হলেন- স্থানীয় মাছুয়াখালী এলাকার মৃত মতলব মিস্ত্রীর ছেলে আহমদ ছৈয়দ ও মৃত শের আলীর ছেলে কৃষক আমান উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভূঁইয়া বাংলানিউজকে বলেন, অপহৃতদের উদ্ধার হওয়ার বিষয়টি জেনেছি।

তবে মুক্তিপণের বিষয়টি জানা নেই।  

গত ২৯ ডিসেম্বর সকালে ফাঁকা গুলি চালিয়ে ঈদগাঁও কালীর ছড়ার গিরিঞ্জি পাহাড় এলাকা থেকে এই ছৈয়দ ও আমানকে অপহরণ করে দুর্বৃত্তরা।  

পরে তাদের স্বজনদের মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই চক্রটি। দরিদ্র পরিবারের এতো টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় এক পর্যায়ে ৫০ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।  

স্থানীয় যুবলীগ নেতা জামিল উদ্দীন শাম বাংলানিউজকে বলেন, ৫০ হাজার টাকা মুক্তিপণ দিলে অপহৃতদের কর্মস্থল গিরিঞ্জি পাহাড় এলাকায় ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
টিটি/এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।