ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

বরিশাল: বরিশাল নগরের কাউনিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তানভীর (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে নগরীর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ দুর্ঘটনা ঘটে।  

তানভীর বরিশাল নগরের কাউনিয়া পাসপোর্ট গলির হোটেল ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান,  দুপুরে তানভীর স্কুলের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এসে ফলাফল নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে  দ্রুত উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।