ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
মোহাম্মদপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোহাম্মপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, মোহাম্মদপুর তিন রাস্তা মোর এলাকার ময়ুর ভিলা সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।  ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।