ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার (০১ জানুয়ারি) ভোর সাড়ে ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন বাংলানিউজকে জানান, ভোর ৬ টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।

নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ অবস্থায় মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে ৪টি, পাটুরিয়া ২টি এবং দৌলতদিয়া ঘাটে ১১টি ফেরি যানবাহন বোঝাই করে নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।