ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। সোমবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোরে কুয়াশা বেড়ে গেলে পদ্মার দিকনির্দেশনামূলক বাতিগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এ অবস্থায় দুর্ঘটনার শঙ্কা থাকায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে ঘাটে রানীক্ষেত, এনায়েতপুরী ও কিশোরী নামে তিনটি ফেরি গাড়ি লোড করে আছে। এছাড়া ভোরে ঘাট থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে আছে।  

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, হঠাৎ কুয়াশা বেড়ে যাওয়ায় ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে যথারীতি ফেরি চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।