ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহুবলে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
বাহুবলে কুখ্যাত দুই ডাকাত গ্রেফতার গ্রেফতার দুই ডাকাত

হবিগঞ্জের বাহুবলে অভিযান চালিয়ে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শনিবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টায় উপজেলার ভেড়াখাল এলাকায় এ অভিযান পরিছালিত হয়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতাররা হলেন, সিলেটের গোয়াইন ঘাট এলাকার খলিলুর রহমানের ছেলে জামাল উদ্দিন (৩২) ও মৌলভীবাজারের আতানগিড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে সাদ্দাম হোসেন ওরফে কাজল (৩২)।

ওসি গোলাম দস্তগীর বাংলানিউজকে জানান, গ্রেফতার দুই ডাকাতের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার রাতে তারা ভেড়াখাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার কর পুলিশ। রোববার (৬ জানুয়ারি) দুই ডাকাতকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।