ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে ইয়াবা-ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
বাঞ্ছারামপুরে ইয়াবা-ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক মাদকসহ আটক মাদক বিক্রেতা টিপু ও তার স্ত্রী শিল্পী বেগম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬২ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার মরিচাকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে টিপু (৪৫) ও তার স্ত্রী শিল্পী বেগম (৩৮)।

শনিবার (৬ জানুয়ারি) সকালে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামউদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরিচাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের বসত বাড়ি থেকে ৩৯৫ পিস ইয়াবা ও ৬২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রির দায়ে টিপু ও তার স্ত্রী শিল্পী বেগমকে আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।