ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
মহেশখালীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে নুরুল আবছার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়ায় পরেশ কারবারী হত্যা মামলার আসামি আইয়ুব আলী বাহিনী ও জালাল বাহিনীর মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত যুবক একই এলাকার আবুল কালামের ছেলে ও জালাল বাহিনীর সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এরই জের ধরে সোমবার রাত সাড়ে ৮টা থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষে কমপক্ষে শতাধিক রাউন্ড গুলি বিনিময় চলে। এ সময় জালাল বাহিনীর সদস্য আবছার গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ আবছারকে গলা কেটে হত্যা করে আইয়ুব আলী বাহিনীর সদস্যরা।  

শেখ খবর পাওয়া পর্যন্ত মরদেহটি কালাগাজী পাড়া বাজারের ব্রিজের উপর রয়েছে বলে জানা গেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে বলেন, আবছার নামে এক যুবককে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।