ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে মাদক বিক্রেতাসহ ৩ আসামি গ্রেফতার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
বদরগঞ্জে মাদক বিক্রেতাসহ ৩ আসামি গ্রেফতার

রংপুর: রংপুরের বদরগঞ্জে দুই মাদক বিক্রেতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- গোপালপুর ইউপির শিবপুর সাহাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাবুদ মিয়া (৪৮) ও রাধানগর ইউপির হাইছুল মেম্বারের ছেলে ভাদু মিয়া (২৮)।

এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

এদিকে গোপীনাথপুর কাচারীপাড়ার নির্মল রায়ের ছেলে দয়াল রায় (৩২) নামে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত ও দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।  

মাদক বিক্রেতা দু’জনে বিরুদ্ধে আগে থেকে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৯ ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।